দৈনিক তালাশ.কমঃ সোনারগাঁ প্রতিনিধি মোঃ জীবন আহমেদ,৮/১১/২০২৩ইং নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের নিকটবর্তীস্থানে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মারিখালি ব্রীজের নিচে মারিখালী নদ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ ও নৌ-পুলিশ সদস্যরা।
বুধবার সকাল ১১ টায় মারিখালি নদের তীরে পানিতে যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। দুপুরে সোনারগাঁ থানা পুলিশ ও নৌ-পুলিশ এসে যুবকের মরদেহ উদ্ধার করার পর সুরতহাল শেষে সোনারগাঁ থানায় নিয়ে যায়।
এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম সুমন জানান, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত মরদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি।