‌প্রেস ক্লা‌বের অভ‌্যন্ত‌রে সুন্দরীকে ধর্ষণের অভিযোগ ধামা চাপা দি‌তে প্রেস ক্লা‌বের কথিত এক নেতার লম্পজম্প

দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ প্রেস ক্লা‌বের সুন্দরী নারী বাবুর্চী ক্লা‌বেরই এক কর্মচারী কর্তৃক ধর্ষণের শিকার হ‌য়ে‌ছে। অ‌তি সম্প্রতি এক সকা‌লে ক্লাব ভব‌নের পঞ্চম তলায় অব‌স্থিত প্রেস ক্লাব ভব‌নে এই ঘটনা ঘ‌টে। ` আর` অদ‌্যাক্ষ‌রে না‌মের ওই কর্মচারী ক্লা‌বের এক ক‌থিত নেতার সোর্স হি‌সে‌বে ক্লাব সদস‌্যদের কা‌ছে প‌রি‌চি‌ত। `ম` অদ‌্যাক্ষ‌রের ক‌থিত ওই নেতা ধর্ষক‌কে নি‌জের ছে‌লে প‌রিচয় দি‌য়ে ঘটনা ধামাচাপা দি‌তে ক্লাব ম‌্যা‌নেজার মাসুম বিল্লাহ‌কে হুম‌কি ধম‌কি দি‌চ্ছেন ব‌লে অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। ক‌থিত ওই নেতা ‌নি‌জেও ক‌য়েক‌দিন আগে পু‌লি‌শের দাবড়া‌নি খে‌য়ে আড্ডা বাচ্চাসহ ভোররা‌তে প্রেস ক্লা‌বে এ‌সে আশ্রয় নেন। নি‌জের একা‌ধিক ছে‌লে সন্তান থাক‌লেও ধর্ষক‌কে নিজের ছে‌লে প‌রিচয় দি‌য়ে তা‌কে রক্ষার চেষ্টায় হতবাক হ‌য়ে‌ছে ক্লা‌ব ক‌মি‌টির অন‌্য সদস‌্যরা। ধর্ষক ওই কর্মচারী ক্লা‌বের কা‌জের চে‌য়ে ক‌থিত ওই নেতার ফুট ফরমা‌য়েশই বে‌শি খাট‌তো ব‌লে সূ‌ত্রে প্রকাশ।

ঘটনার সময় প্রেস ক্লা‌বের সভাপ‌তি সম্পাদক দে‌শের বাই‌রে ছি‌লেন। ঘটনা জে‌নে ওই নারী বাবুর্চীর স্বামী প্রেস ক্লাব ম‌্যা‌নেজা‌রের কা‌ছে ফোন দি‌য়ে ঘটনার প্রতিকার দা‌বি কর‌লে ম‌্যানেজার বিষয়‌টি ক‌থিত ওই নেতা‌কে অব‌হিত ক‌রেন। তখনই ধর্ষক‌কে নি‌জের ছে‌লে প‌রিচয় ‌দি‌য়ে ওই ঘটনা ঘটনা চে‌পে যাওয়ার নি‌র্দেশ দেন ক‌থিত ওই নেতা । ত‌বে ঘটনার কথা ক্লা‌বের অন‌্য নেতা‌দের কা‌ছে স্বীকার ক‌রে‌ছে অন‌্য কর্মচারীরা।
৩ সন্তা‌নের জননী ওই নারীর স্বামী সন্তান‌দের ভ‌বিষ‌্যৎ চিন্তা ক‌রে নির্ঘুম রাত কাটা‌চ্ছেন।
ঘটনা জে‌নেও ক্লা‌বের অন‌্য নেতারা ক‌থিত ওই নেতার কার‌ণে মুখ খুল‌তে বিব্রত বোধ কর‌ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *