দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁয় র্যাবের অভিযানে ৩শ’ ৯০ পিস ইয়াবা ট্যবলেট সহ শাহিনুর ইসলাম (৪২) নামে একজন কে আটক করেছে র্যাব-৫। সত্যতা নিশ্চিত করে
র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে জানানো হয়, র্যাবের একটি চৌকস অভিযানিক দল সোমবার দিনগত রাতে নওগাঁর রাণীনগর উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকায় অভিযান চালিয়ে ৩শ’ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করেন।আটককৃত শাহিনুর ইসলাম হলেন, রাণীনগর উপজেলা সদর ইউনিয়ন এর বেলোবাড়ি গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।র্যাব আরো জানায়, র্যাব-৫, রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিনগত রাত ৮টারদিকে রাণীনগর উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকায় কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩শ’ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শাহিনুর ইসলামকে গ্রেফতার করেন র্যাব।এব্যাপারে রাণীনগর থানায় আটককৃত শাহিনুরের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হলে থানা পুলিশ মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে শাহিনুর কে নওগাঁ জেল-হাজতে প্রেরন করেন।