টাঙ্গাইলের ডিসির গণশুনানি ভার্চুয়াল ও মোবাইল চলানোর গণবিজ্ঞপ্তি প্রকাশ

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসিন হাবিব সবুজ বিশেষ প্রতিনিধি:জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম টাঙ্গাইল কর্তৃক প্রত্যেক সপ্তাহে একদিন বুধবার সেবা প্রত্যাশী টাঙ্গাইলের সর্বস্তরের জনগণের আবেদন ও অভিযোগ

বিষয়ে সরাসরি গণশুনানী হচ্ছে। সোমবার (৬ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের স্বারক নং ০৫.৪১.৯৩০০.০০১.৯৯.০০১.২৩.৩৩৭ মোতাবেক এক গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী সরাসরি গণশুনানীর পাশাপাশি এ প্রক্রিয়াকে আরো কার্যকর ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে প্রবাসী ও জেলা সদর হতে দূরবর্তী বাসকারী নাগরিকগণ ভার্চুয়াল মাধ্যম ও মোবাইল নম্বর ব্যবহার করে গণ শুনানিতে সংযুক্ত হতে পারবেন । জুম প্ল্যাটফর্ম আইডি 872.5011.2523 পাসওয়ার্ড 961577 মোবাইল নং +৮৮০১৭১৬৫৯৬৯২৯ বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেবা প্রত্যাশীগণ এ সুযোগ গ্রহণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *