বিএনপি-জামায়াতের নাশকতার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে:মুরাদ হাসান এমপি

দৈনিক তালাশ.কমঃ কামরুজ্জামান লিটন,জামালপুর জেলা প্রতিনিধি:সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ডা. মুরাদ হাসান বলেছেন- বিএনপির অবৈধ হরতাল-নাশকতার জন্য জনগনের জান-মালের কোন বিঘ্ন ঘটলে বিএনপির রাজনীতির দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বিএনপি-জামায়াতের গুন্ডামি, মাস্তানি, সন্ত্রাসী, নাশকতা মেনে নেওয়া হবে না। বাংলার মাটিতে তাদের কোন ঠাঁই নেই। বিএনপিকে প্রতিহত করতে আ.লীগ সর্বদা প্রস্তুত আছে।

রবিবার (৫ নভেম্বর) সকালে জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির অবৈধ হরতাল অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় শান্তি সমাবেশের বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ‘সারাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে কোন হরতাল অবরোধ চলবে না। বিএনপি এদেশের মানুষের উপর অনেক অত্যাচার করেছেন, আ.লীগের অনেক নেতাকর্মীকে হামলা-মামলা করে নির্যাতন চালিয়েছেন। এখন তাদের প্রতিহত করার সঠিক সময়। আমরা রাজপথে আছি এবং থাকবো। শেখ হাসিনার উন্নয়নযাত্রা কেউ ধাবায় রাখতে পারবে না।

এ-সময় শান্তি সমাবেশে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি এ.কে.এম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, সাবেক পৌর কাউন্সিলর কালাচান পাল, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু-সহ সকল বীর মুক্তিযোদ্ধাগণ, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামুন প্রমুখ। এতে উপজেলা আ.লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও তৃণমূল আ.লীগের সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *