দৈনিক তালাশ.কমঃনিজস্ব প্রতিনিধি:বিএনপির অবরোধের প্রতিবাদে দিনব্যাপী মাঠে অবস্থান করেছে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যাান শ্রমিক ইউনিয়নের (ঢাকা-২৫৫৮) নেতৃবৃন্দরা। রোববার (০৫ নভেম্বর) সকালে শহরের ডাকবাংলা সংলগ্ন রূপায়ন টাওয়ারের সামনে সংগঠনের নেতৃবৃন্দরা অবস্থান করে। পরে সেখান থেকে তারা একটি ‘হরতাল-অবরোধ’ বিরোধী মিছিল বের করে। মিছিলটি সারা শহর ঘুরে পুনরায় রূপায়ন টাওয়ারের সামনে চলে আসে এবং সেখানেই তারা অবস্থান কর্মসূচি পালন করে।
এ বিষয়ে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু সাংবাদিকদের বলেন, আজকে আমরা মাঠে নেমেছি কারণ, আমরা খেয়াল রাখছি যাতে করে কেউ হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও করতে না পারে। আসলে হরতাল অবরোধের নামে যানবাহনে আগুন দেয়া, জ্বালাও পোড়াও করা ঠিক না। তাদের (বিএনপি) যদি কোন দাবি দাওয়া থাকে তাহলে তারা সরকার কিংবা নির্বাচন কমিশনের সাথে বসে সেই দাবি দাওয়া আদায় করুক। তাদের সমস্যার সমাধান করুক। কিন্তু তারা এটা না করে হরতাল অবরোধের নামে রাষ্ট্রীয় সম্পত্তি সহ বিভিন্ন যানবাহনে আগুন দেয়া শুরু করেছে। এতে আমাদের যানবাহনের বহু চালক শ্রমিক ভাইয়েরা মারা যাচ্ছে। আমি বলবো, তারা আমাদের শ্রমিক ভাইদের হত্যা করছে। আমরা যেহেতু শ্রমিক সংগঠন করি। তাই আমরা বসে থাকতে পারিনা। তাই আজকে আমরা বাধ্য হয়েছি রাজপথে নেমে আসতে। আমরা আশা করবো, তারা এ ধরণের ধ্বংসাত্মক কর্মকান্ড পরিহার আগুন সন্ত্রাস থেকে বেড়িয়ে এসে শান্তিপূর্নভাবে তাদের কর্মসূচি পালন করবেন।
এসময় উপস্থিত ছিলেন, সহ সাধারণ সম্পাদক ফিরোজ আলম বকুল, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক এনায়েত হোসেন, কার্যকরী সদস্য মোক্তার হোসেন, আওলাদ খন্দকার প্রমূখ।