দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,বিশেষ প্রতিনিধি:টাঙ্গাইলের বাস,কোচ,মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত। রবিবার (৫ নভেম্বর)
নূতন বাসষ্ট্যান্ডে নিজস্ব কার্যালয়ে
শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুজ্জান স্মৃতি।
নব নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আলী (ছাতা), কার্যকরী সভাপতি গোলাম মাওলা, সহ-সভাপতি তিনজন যথাক্রমে আব্দুল লতিফ মিয়া, রূপচাঁদ মিয়া ও আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম লাভলু (মোটর গাড়ী), যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক তিনজন যথাক্রমে আব্দুল কুদ্দুস খান মানিক, ইলিয়াস হোসেন ও আমান উল্লাহ আমান। কোষাধাক্ষ আব্দুল কদ্দুস মিয়া। সাংগঠনিক সম্পাদক জালু মিয়া। প্রচার সম্পাদক সেলিম মিয়া। দপ্তর সম্পাদক শামীম মিয়া
শপথ গ্রহন করেন।
২৮ অক্টোবর শনিবার প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতির যথাযথ দায়িত্বে ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৩-২৪-২৫ অর্থবছর) সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।