দৈনিক তালাশ.কমঃগ্রেফতার অভিযানঃবৃহস্পতিবার ৩ নভেম্বর ২০২৩ খ্রিঃ) গোড়পাড়া পুলিশ ক্যাম্প, শার্শা থানা, যশোরে কর্মরত এসআই(নিঃ) মোঃ সালাউদ্দিন খান, এএসআই(নিঃ) রমজান আলী, সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনাকালে ইং- ইং-০৩/১১/২০২৩ তারিখ ২০.৪০ ঘটিকায় শার্শা থানাধীন পারুইখুপি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, শার্শা থানাধীন বহিলাপোতা মাঠ হতে বড় মান্দারতলা গ্রামের দিকে পায়ে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা নিয়ে আসছে। প্রাপ্ত তথ্য মতে সঙ্গীয় অফিসার ফোর্স’সহ ইং-০৩/১১/২০২৩ তারিখ ২০.৫০ ঘটিকায় শার্শা থানাধীন বহিলাপোতা গ্রামস্থ জনৈক বেড়ে বাবুর মাছের ঘেরের পূর্ব পাশে বাধের পাড়ে পৌঁছালে তিনজন ব্যক্তি যাহার মধ্যে একজনের মাথায় বস্তা সহ পায়ে হেটে আসতে দেখে থামার সংকেত দিয়ে পোষাক পরিহিত পুলিশের উপস্থিতি দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৩০) কে তার নিজ মাথায় বহন করা অবস্থায় একটি বস্তা সহ ধৃত করেন এবং অপর দুইজন আসামী কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
তখন উপস্থিত সাক্ষী সহ আরো অনেকের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৩০) এর মাথায় থাকা লাল-হলুদ রঙ্গের প্লাস্টিকের বস্তা তল্লাশীকালে বস্তার ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো পলিথিনের ভিতরে থাকা অবস্থায় ০৪ প্যাকেট মাদকদ্রব্য গাঁজা, যাহার প্রতিটি প্যাকেটের ওজন ০২(দুই) কেজি করে মোট ০৮ (আট) কেজি মাদকদ্রব্য গাঁজা, যাহার প্রতি কেজি গাঁজার মূল্য অনুমান ৬০,০০০/- টাকা করে সর্বমোট মূল্য অনুমান ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা উদ্ধার পূর্বক ইং-০৩/১১/২০২৩ তারিখ ২১.১০ ঘটিকায় ঘটনাস্থলে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন।
আসামীর নাম ঠিকানাঃ
ধৃত আসামীঃ মোঃ জাহাঙ্গীর আলম (৩০), পিতা-নুর মোহাম্মদ সরদার, সাং-বড় মান্দারতলা, থানা-শার্শা, জেলা-যশোর পলাতক আসামীঃ অজ্ঞাতনামা ০২ জন।
উদ্ধারঃ ০৮ (আট) কেজি মাদকদ্রব্য গাঁজা, মূল্য অনুমান ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা
রুজুকৃত মামলাঃ শার্শা থানার মামল নং-০৫, তারিখঃ ০৩/১১/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ রুজু করা হয়েছে।