দৈনিক তালাশ.কমঃঘটনা ও গ্রেফতারের বিবরণঃজেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় গত ইং ৩১/১০/২০২৩ তারিখে বড় বাজারের মাছ বাজার থেকে ১টি বাজাজ কেলিবার মোটরসাইকেল চুরির ঘটনায় গোরাচাঁদ বিশ্বাসের অভিযোগের প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানার মামলা নং- ০৮, তাং- ০৩/১১/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিরুল ইসলাম এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএমসহ একটি টিম ০৩ নভেম্বর রাত ০৯:৩০ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে যশোর কোতয়ালী মডেল থানার উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে বর্নিত চোরাই মোটরসাইকেল ও মাষ্টার চাবিসহ গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা যশোর শহর ও আশপাশ এলাকা হতে একাধিক মোটরসাইকেল চুরি করার বিষয়ে স্বীকার করে।
আসামীর তথ্যঃ
১। মোঃ লিমন হোসেন (২৫), পিতা- মোঃ মিন্টু , মাতা- মোছাঃ পারভিন, সাং-বাহাদুরপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর ২। মোঃ হাসান (২৪), পিতা- মোশারেফ হোসেন, মাতা- মোমেনা বেগম, সাং- উপশহর ট্রাক ষ্ট্যান্ডের পিছনের বস্তি, থানা-কোতয়ালী, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতঃ
১। ১টি চোরাই মোটরসাইকেল।
২। ২টি মাষ্টার চাবি।
“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ”
ধন্যবাদান্তে-
পুলিশ সুপার,যশোর।