দৈনিক তালাশ.কমঃ অবরোধের আগের রাতেই না.গঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
রাত ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় গ্রীন অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা।
সংবাদ পেয়ে আদমজী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ঘটনারস্থলের কাছাকাছি পুলিশ মোতায়েন ছিলো বলেও জানা গেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, দুই মোটরসাইকেলে ৪ জন আরোহী গাড়িটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।