আওয়ামীলী‌গের মহাসমা‌বে‌শে অয়ন ওসমা‌নের নি‌র্দে‌শে ছাত্রলীগ ও যুবলী‌গের শোডাউন

দৈনিক তালাশ.কমঃনিজস্ব প্রতিবেদক: আগারগাঁ থে‌কে মতি‌ঝিল মে‌ট্রো‌রে‌লের ২য় অং‌শের উ‌দ্বোধন ও মহাসমা‌বেশে অংশ নি‌তে নারায়ণগঞ্জ ৪ আস‌নের সংসদ সদস্য এ‌কেএম শামীম ওসমা‌নের পুত্র এ‌কেএম অয়ন ওসমা‌নের নি‌র্দেশে ছাত্রলীগ, যুবলীগের হাজা‌রো নেতাকর্মী‌দের নি‌য়ে ম‌তি‌ঝি‌লের মহাসমা‌বেশে উপ‌স্থিত হয়।

শ‌নিবার (৪ঠা ন‌ভেম্বর) ম‌তি‌ঝি‌লের শাপলা চত্ত্বর এলাকায় এ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এসময় সমা‌বে‌শে অংশ নি‌তে নারায়ণগঞ্জ থেকে হাজা‌রো নেতাকর্মী‌দের নি‌য়ে রেলযো‌গে কমলাপুর এলাকায় পৌছায়। এরপর বিশাল শোডাউ‌নের মাধ্য‌মে আগারগাঁ থে‌কে মতি‌ঝিল মে‌ট্রো‌রে‌লের ২য় অং‌শের উ‌দ্বোধন ও মহাসমা‌বেশে অংশ নেন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, যুবলীগ নেতা আহ‌মেদ কাউছার, মহানগর ছাত্র লী‌গের সা‌বেক সভাপ‌তি ও সরকারী তোলারাম ক‌লেজ বিশ্ব‌বিদ্যালয় ছাত্র ছাত্রী সংস‌দের সভাপ‌তি হা‌বিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক রা‌ফেল প্রধান, মহানগর ছাত্রলী‌গের সভাপ‌তি মে‌হেদী সম্রাট, সাধারণ সম্পাদক রা‌সেল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *