দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় একটার সময় ,মায়ের নাম মধুমালা বেগম,(৫৫)আর ঘাতক ছেলের নাম সুমন (৩৫)নিহত মধুমালার স্বামী নুরুল ইসলাম থানায় অভিযোগ করার পর ফতুল্লা মডেল থানার উপকারীদর্শক সজিব বটি সহ সুমনকে গ্রেফতার করেছে।
নূরুল ইসলাম জামান তার দুই ছেলে দুই মেয়ের মধ্যে সুমন দ্বিতীয় সন্তান মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ায় সুমনের স্ত্রী তাকে তালাক দিয়ে দুই কন্যা সন্তান সহ তার বাপের বাড়িতে চলে যায়, আরো জানা যায় সুমনকে ছয় বছর আগে ইরাকে পাঠানো হয় সেখানে তিন মাস থেকে চলে আসে,
আসার পর থেকে সে মানসিক ভারসাম্য হারিয়েছে,সে কোন কাজ করতো না, আজকে সুমনের মা হোটেল থেকে আসার পথে সুমন ঘর থেকে বটি নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে দুই হাত কেটে মা’কে নির্মমভাবে খুন করে বটি নিয়ে বাসায় চলে গিয়ে শুয়ে পরে,
পরে ফতুল্লা থানা পুলিশ এসে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে প্রেরণ করে।