দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ সদর মডেল থানার সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড ও ১৭ নং ওয়ার্ডের, লেকপার ও জিমখানা এলাকায় প্রতিনিয়ত চলছে জমজমাট মাদক ব্যবসা
এলাকায় খবর নিয়ে জানাযায় এ-ই মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করছে,আলী হোসেনের ছেলে ১। লালচান, বেপারী পাড়া এলাকার ভাড়াটিয়া,এই মাদক ব্যবসায়ীদের শেল্টার দিচ্ছে আলী জন এর ছেলে ২। তানভীর এবং তার মা আলো,জাহাঙ্গীরের ছেলে ৩। কুত্তা মামুন সেল ম্যান , এই মাদক ব্যবসায়ীদের ম্যানেজার বয়েরা ছেলে ৪। রিপন ২ নং বাবুরাইল এলাকায় ভাড়াটিয়া, রিশি পাড়া একই এলাকার ৫। আলম ৬। জনি ৭। নাইম পিতা অজ্ঞাত ৮। জুম্মান জালারপার এলাকার ভাড়াটিয়া,জড়িত রয়েছে এ মাদক ব্যবসায়ীদের সাথে।