দৈনিক তালাশ.কমঃনিজস্ব প্রতিনিধি:নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমানের নির্দেশে বিএনপির হরতালের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সদর থানা কৃষকলীগ। রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত সদর থানাধীন বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু চত্বরে সদর থানা কৃষকলীগের সভাপতি কাশেম সম্রাট ও সাধারন সম্পাদক রানা আহমেদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এসময় সদর থানা কৃষকলীগের সভাপতি কাশেম সম্রাট বলেন, আপনারা জানেন বিএনপি গতকাল মহাসমাবেশের নামে ঢাকায় কি ধরনের তান্ডব চালিয়েছে। তারা কথায় কথায় বাসে আগুন, নিরিহ মানুষকে পুড়িয়ে মারে। গতকাল তারা একজন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। বহু পুলিশকে তারা পিটিয়ে আহত করেছে। এত নাশকতা করার পরও জনগণের কথা চিন্তা না করে আজ আবার তারা হতরাল ডেকেছে। আসলে তারা নৈরাজ্য সৃষ্টি করে সারাদেশে একটা ভীতকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়। জোরকরে ক্ষমতা দখল করতে চায়। মূলত এ দলটা হলো সন্ত্রাসী দল। তাই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা নারায়ণগঞ্জের সিংহপুরুষ শামীম ওসমান ভাইয়ের ডাকে তাদের এ হরতাল ও নাশকতার প্রতিবাদে মাঠে অবস্থান করছি। আমরা অনেক সহ্য করেছি, এবার তাদেরকে একচুল পরিমানও ছাড় দেয়া হবেনা। তারা নাশকতা করতে চাইলে, যানবাহনে আগুন দিতে চাইলে, তাদেরকে কঠোর হাতে প্রতিরোধ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, সদর থানা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ রফিক, যুবলীগ নেতা ফয়সাল মাদবর, বাবু, মামুন সরদার, রনি শেখ, সানি, হাজী মাঈনুদ্দিন, সোহেল প্রমূখ।