দৈনিক তালাশ.কমঃ এনায়েত নগর ইউনিয়নের ফতুল্লা থানার বিসিক বাংগাক্লাবে শাসনগাও এলাকার,মাদক সম্রাট ১। মুন্না ২।সজিব ৩। মনিরের নামে রয়েছে নানা অপকর্মের অভিযোগ।
বিসিকে ঝুট সন্ত্রাসী,মাদক ব্যবসা,নারী কেলেঙ্কারি সহ, একাধিক অভিযোগ রয়েছে তাদের নামে এলাকায় খবর নিয়ে জানাযায় বিভিন্ন নেতাদের নাম বিক্রি করে দিনের পর দিন তারা বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে তাদের ভয়ে আতঙ্কে এলাকাবাসী।
এই সন্ত্রাসীর দের হাত থেকে বাঁচতে চায় সাধারণ মানুষ।