দৈনিক তালাশ.কমঃ জীবন আহমেদ : নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য ব্যাবসায়ী নেতা এ কে এম সেলিম ওসমান, কে নারায়ণগঞ্জে বিভিন্ন উন্নয়নে অবদান রাখায় স্বরনকালের সবচেয়ে বড় গনসংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে মদনপুর ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব গাজী এম এ সালাম বিশাল শোডাউন প্রদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে বন্দর উপজেলার সমরক্ষেত্র মাঠে সেলিম ওসমানকে সংবর্ধনা প্রদান করেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ব্যবাসায়ী, বিভিন্ন পেশার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সদর-বন্দর অঞ্চলের সর্বস্তরের জনগন।
সংবর্ধনা অনুষ্ঠানের কয়েকদিন আগ থেকেই পুরো বন্দর জুড়ে চলছিলো ব্যাপক প্রস্তুতি। সাধারণ মানুষের মধ্যে ছিলো উৎসাহ-উদ্দিপনা। কেননা বন্দর উপজেলার প্রায় প্রতিটি মানুষই উপকৃত হয়েছেন সেলিম ওসমানের দ্বারা। বিগত ৯ বছরে হাজার হাজার শিশু-কিশোরদের জন্য শিক্ষার পাশাপাশি খেলা-ধুলা, সংস্কৃতির উন্নয়নে তিনি রেখেছেন অভাবনীয় ভূমিকা।
বিকেল ৩টা বাজে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও, দুপুর ২টা থেকে সদর-বন্দরের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন সাধারণ জনগন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শুধু তাই নয়, সেলিম ওসমানকে সংবর্ধানা দিতে সেখানে উপস্থিত হন- বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, ডাক্তারসহ বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গও।
অনুষ্ঠানের শুরুতে বিগত ৯বছর যাবত সেলিম ওসমানের নানান উন্নয়ন নিয়ে তৈরি করা ‘ডকুমেন্টরি’ প্রদর্শন করা হয়। যাতে শিক্ষায় তার অবদান, সদর-বন্দরের অবকাঠাম গত উন্নয়নসহ মানবতা মুলক কর্মকান্ড। পরে দোয়া পাঠের মধ্য দিয়ে শুরু হয় বক্তব্য পর্ব।