দৈনিক তালাশ.কমঃপটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় জনাব মোঃ ফেরদৌস আলম খান, অফিসার ইনচার্জ, মহিপুর থানা, পটুয়াখালী এর নের্তৃত্বে মহিপুর থানার এসআই (নিঃ) মোঃ আবু হানিফ ফরাজী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় জরুরী ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনাকালে সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মহিপুর থানাধীন বিপিনপুর ০৪নং ওয়ার্ডস্থ মহিপুর বাসস্ট্যান্ডের বরিশাল টু কুয়াকাটাগামী লোকাল বাস কাউন্টারের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য অফিসার ইনচার্জ, মহিপুর থানা এর নির্দেশে একটি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হইয়া সাক্ষীদের উপস্থিতিতে অভিযুক্ত ১। মোঃ সুমন হাওলাদার (৩৩), পিতা-মোঃ দেলোয়ার হাওলাদার, মাতা-মোসাঃ আকিনুর বেগম, ২। মোঃ সাকিব হাওলাদার (৩১), পিতা-মোঃ হানিফ হাওলাদার, মাতা-মোসাঃ মাহমুদা বেগম, উভয় সাং-পশ্চিম বাদুরতলী, ০৯নং ওয়ার্ড, ইউপি-টিয়াখালী, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীদ্বয়ের দখল ও নিয়ন্ত্রন হইতে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মহিপুর থানার মামলা নং-০৭, তারিখ-২৬/১০/২০২৩ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক)/৪১ রুজু করা হয়েছে।
উল্লেখ্য যে, ধৃত ০১নং আসামী মোঃ সুমন হাওলাদার এর বিরুদ্ধে বিএমপি এর কোতয়ালী মডেল থানার মামলা নং-০২, তাং-০১-১১-২০২২ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক)/৪০ ও ০২নং আসামী মোঃ সাকিব হাওলাদার এর বিরুদ্ধে কলাপাড়া থানার মামলা নং-০৫, তাং-০৪-০৬-২০১৮ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ সালের ১৯(১) এর ৯(ক) এই মামলায় এজাহারে অভিযুক্ত।