জেলা পুলিশ ফরিদপুরের পক্ষ হতে শোকবার্তা

দৈনিক তালাশ.কমঃ গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্)

জনাব মোঃ আল মাহমুদ হাসান অদ্য ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার ১৭.৩০ ঘটিকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মেধাবী এই পুলিশ কর্মকর্তা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জনগণের সুরক্ষা ও দেশ মাতৃকার সেবায় নিয়োজিত ছিলেন। তিনি ১৯৭৭ সালে লালমনিহাট জেলার সদর থানাধীন গার্ডপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০১০ সালে ২৮তম বিসিএস এর মাধ্যমে সহাকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি নীলফামারী, চট্টগ্রাম, কুড়িগ্রাম, বান্দরবান পার্বত্য জেলা ও রেলওয়ে পুলিশে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম মোঃ আল মাহমুদ হাসান এর মৃত্যুতে ফরিদপুর জেলা পুলিশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

[মিডিয়া এন্ড পিআর, জেলা পুলিশ, ফরিদপুর]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *