দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,প্রতিনিধি: কালিহাতীতে সাধুর ধামে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় সাধুর ধামে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের একাধিক বার নির্বাচিত সভাপতি বর্ষিয়ান নেতা আলহাজ্ব মোজহারুল ইসলাম তালুকদার। সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক শাহাআলম। সভায় ১১ টি উপ কমিটি গঠন করা হয়। প্রথমত: মঞ্চ- আহ্বায়ক সিধাম ভৌমিক, দ্বিতীয়ত অর্থ- ফাতেমা নওরিন, তৃতীয়তঃ অভ্যর্থনায় সাধু আনোয়ার চিশতিয়া, চতুর্থত: প্রচার- সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব ও সাংবাদিক মো: আব্বাস আলী, পঞ্চমত: মেলা- সুবহান তালুকদার চারান, ৬ষ্ঠত: সাউন্ড সিস্টেম-কাউসার মগরা, সপ্তমত: সবেচ্ছাসেবক- আব্দুল লতিফ, অষ্টমত: আপ্যায়নে- রাশিদা মিজান, নবমত: শিল্পী বাছাই- আল কামাল রতন, দশমত: অতিথি বাছাই-সাংবাদিক শাহ আলম ও একাদশ উপকমিটিতে স্টিয়ারিংয়ে হরি মোহন পাল। আগামী ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী সুষ্ঠুভাবে পালন করার লক্ষে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধান মন্ত্রীর মহা পরিচালক মো: শহিদুল ইসলাম সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর আহবায়ক মো: বাবর আলী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি ঘোষণা করেন।