দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ,বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছোট মনিরের সংবর্ধনা অনুষ্ঠিত। বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় ভূঞাপুর পৌর শহরের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, সংবর্ধিত অতিথি সংসদ সদস্য ছোট মনির, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন), সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ। সংবর্ধনার আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ। স্থানীয় সংসদ সদস্য ছোট মনির টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনার আয়োজন করেন ও সরকারের নানা উন্নয়ন এবং বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ করা হয়। এটি স্মরণকালের একটি সর্ববৃহৎ জনসভায় পরিণত হয়েছে।
সংসদ সদস্য ছোট মনির বলেন, সংবর্ধনা প্রদান ও উন্নয়ন-শান্তি সমাবেশের আয়োজন করেছে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে সাধারণ মানুষের কাছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন বার্তা পৌঁছে দেওয়াসহ বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি এ সমাবেশ ।