ডেমড়া থেকে ডাকাতি হওয়া রড ধর্মগঞ্জ রুহুল মেম্বারের বাড়ি থেকে উদ্ধার

দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ প্রতিনিধি:মিজানুর রহমান ঢাকার ডেমড়া থেকে ডাকাতি হওয়া রডবোঝাই ট্রাকের ১২টন রড নারায়ণগঞ্জের ফতুল্লা পুলিশ লাইন লোহার মার্কেট ও ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার সাবেক ইউপি মেম্বার রুহুল আমিনের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে ডেমড়া থানা পুলিশ ও ফতুল্লা মডেল থানা পুলিশের যৌথ অভিযানে ডাকাতি হওয়া রড উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে আসা ডেমড়া থানার উপপরিদর্শকের কাছে রড ডাকাতির বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন,আমি এখানে কোন তথ্য দিতে পারবোনা। আপনি প্রয়োজনে আমাদের ওসি স্যারের সাথে যোগাযোগ করতে পারেন।
বিস্তারিত জানতে ডেমড়া থানা অফিসার ইনচার্জের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,প্রায় ১০/১২ দিন পুর্বে ডেমড়া হতে রড বোঝাই একটি ট্রাকের ডাকাতি হয়। দীর্ঘ সময় চেষ্টার পর আমরা নারায়ণগঞ্জের পুলিশ লাইন থেকে ৬টন এবং ধর্মগঞ্জের চটলারমাঠ এলাকার রুহুল আমিনের বাড়ি থেকে আরও ৬ টন রড উদ্ধার হয়। রুহুল আমিন এ ডাকাতি মামলার অন্যতম আসামী।
এদিকে রুহুল আমিন সর্ম্পকে এলাকাবাসী জানান, এনায়েতনগর ইউনয়ন ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার রুহুল আমিন একজন নৌ-ডাকাত। এছাড়াও গরু ডাকাতিসহ ব্যাপক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *