দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি :টাঙ্গাইল সদর ইউএনও সাথে ইনতিজার সম্পাদকসহ সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের দোতলায় ইউএনও হাসান বিন মোহাম্মদ আলীর হাতে সাপ্তাহিক ইনতিজার পত্রিকার সৌজন্য কপি তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইনতিজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক এবিএম আ: হাই, নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বারী সোহান, ভারপ্রাপ্ত সম্পাদক মো. মোমিনুর রহমান মোমিন, বার্তা সম্পাদক এনায়েত করিম, সহ-সম্পাদক সৈয়দ মহসীন হাবীব সবুজ প্রমূখ। সৌজন্য সাক্ষাতে কুশলাদী বিনিময়কালে ইউএনও হাসান বিন মোহাম্মদ আলীকে অত্যন্ত নম্রতার সাথে হাস্যজ্জ্বল, মিষ্টিভাষী মানবকূলের উদাহরণ ও বাচনভঙ্গিতে দক্ষতার পরিচয় পাওয়া যায়। প্রকাশক ও সম্পাদক অধ্যাপক এবিএম আ: হাই উপজেলা প্রশাসনের কর্মসূচি বিশেষ করে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা জনসম্মুখে তুলে ধরার প্রতিশ্রুতি প্রদান করেন।