দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার : সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে আট টায় তারা মন্ডপ পরিদর্শনে আসেন। এসময় আমলাপাড়া পূজা মন্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা ও অন্যান্য নেতৃবৃন্দ অতিথিদের স্বাগত জানান।
নারায়ণগঞ্জের আমলাপাড়া পূজা মন্ডপ স্বপরিবারে পরিদর্শন করেন জেলা প্রশাসক মাহমুদুল হক। এছাড়াও নারায়ণগঞ্জ র্যাব-১১ এর সিইও লেঃ কঃ তানভীর মাহমুদ পাশা (বিপিএম, পিপিএম, পিএসসি) স্বপরিবারে আমলাপাড়া মন্ডপ পরিদর্শন করেন।
এসময় নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ পূজা মন্ডপ পরিদর্শন করেন।