দৈনিক তালাশ.কমঃ ময়মনসিংহ সদর উপজেলা ৪নং পরানগঞ্জ ইউনিয়নের আবদুর রহমান কলেজ থেকে শুভারম্ভ উপলক্ষ্যে স্মৃতি উপহার দিলেন প্রতিষ্ঠাতাঃ মোহাম্মদ আবদুর রহমান ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ৩৭ নং-বিট অফিসার এস আই আরিফুল ইসলাম ও সহকারী এএস আই রেজাউল করিম কে পাঠদান থেকে শুভারম্ভ উপলক্ষ্যে স্মৃতি সৌর উপহার পেলেন ।
এ সময়ে উপস্থিত ছিলেন আবদুর রহমান কলেজ এর ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দরা।
উপহার পেয়ে এস আই আরিফুল ইসলাম বলেন
উপহার দেওয়া এবং উপহার পাওয়া দুটোই খুব আনন্দের। আমাদের কেউ উপহার দিলে আমাদের সত্যিই খুব ভালো, লাগে মন থেকে আনন্দ হয়। আমরা যখন কাউকে উপহার দিই তখন উপহার দিতে যেমন ভালো লাগে উপহার পেতেও কিন্তু ততটাই ভালো লাগে। উপহার এমন একটি জিনিস যেটা মানুষ একজন মনে থেকে দিয়ে থাকে।
ওইসব উপহার হল মহা মূল্যবান একটি সম্পদ এর মত যা আমাদের মধ্যে অনুভূতি তৈরি করে দেয়।