দুই নং বাবুরাইলে কিশোর গ্যাংয়ের হামলায় আহত অনিক

দৈনিক তালাশ.কমঃ নিজস্ব প্রতিবেদক:কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছেন ২নং বাবুরাইলের অনিক নামের এক চাকুরীজীবি।

শুক্রবার (২০ অক্টোবর) রাতে ডিআইটি মসজিদ গেইটের সামনে এ ঘটনা ঘটে। এতে আহতবস্থায় নগরীর ভিক্টোরীয়া হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে বিশ্রামের পরার্মশ দেন। এ ঘটনায় আহত অনিক (৩০) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ৬ জনের নাম উলেখ্য ও অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আহত অনিক উলেখ্য করেন, আমি ২নং বাবুরাইলের নাঈম মিয়ার ছেলে। পূর্বশত্রুতার জেড় ধরে গত ২০ অক্টোবর ডিআইটি মসজিদের সামনে আমার উপর অতর্কিত হামলা চালায় কিশোর গ্যাং সদস্য নির্ঝর ও তার বাহিনী। এ সময়ে পাইকপাড়ার নির্ঝর (২০), হাসান (২০), জিমখানার বাবু (২০) ও বন্দরের মনির (২০) এবং আমির হোসেন (৩০) সহ আরো ১০-১২ জনের গ্রুপ আমাকে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র সস্ত্র ও লোহার রড নিয়ে এলোপাথারী মারধর শুরু করে আমাকে হত্যা করার উদ্দেশ্যে।

আমাকে বাচানোর জন্য আমার সাথে থাকা বন্ধু রনি(৩০) তাকেও বিবাদীগণ মারধর শুরু করলে আমরা বাচার জন্য দৌড়ে গুলশান হলের পিছনের গলিতে চলে আসি। পরবর্তীতে উল্লেখিত লোকজন পুনরায় এসে এলোপাথারী মারধর শুরু করে।

তিনি আরও উলেখ্য করেন, এ সময়ে আমার সঙ্গে থাকা স্যামসাং মোবাইল, ড্রাইভিং লাইসেন্স, হাতে থাকা রূপার ব্রেসলেট দেড় ভরি ওজনের, নগদ ৭ হাজার ৪০০ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র মানিব্যাগ জোড়পূর্বক ছিনিয়ে নিয়ে যায় নির্ঝর। তাদের মারধরে আমার সাড়া শরীরে নীলাফুলা জখম সহ রক্তখরন শুরু হয় এবং আমর বাম দিকের উপর নীচে ঠোঁট ও নাক ফেটে রক্ত খরন শুরু হয় এবং মাথায় গুরুত্বর জখম হয়। পরে ভিক্টোরিয়া হাসপাতালে যেয়ে জরুরী বিভাগে চিকিৎসা গ্রহন করি।

এ বিষয়ে সদর মডেল থানার ডিউটি অফিসার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *