শার্শা থানাধীন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি অভিযানে ৭৪ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ১

দৈনিক তালাশ.কমঃ গ্রেফতার অভিযানঃবৃহস্পতিবার (১৯ অক্টোবর ২০২৩ খ্রিঃ) বিকাল ১৬.৩০ ঘটিকায় বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই(নিঃ)/ মোঃ আলহাজ আলী, এএসআই(নিঃ)/ মোঃ আবেদুল ইসলাম, এএসআই(নিঃ)/ মোঃ আবু সাঈদ সরকারের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চালিতা বাড়িয়া গ্রামস্থ জনৈক আঃ রশিদের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ জামাল দেওয়ান (৪৮)’কে ৭৪(চুয়াত্তর) বোতল ফেনসিডিল সহ গ্ৰেফতার করে যার অনুমান মূল্য ২,৯৬,০০০/-(দুই লক্ষ ছিয়ানব্বই হাজার)টাকা মাত্র। এসময় তার সঙ্গে থাকা অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

আসামির নাম ঠিকানাঃ
ধৃত আসামি মোঃ জামাল দেওয়ান (৪৮), পিতা-মৃত সামাদ দেওয়ান, সাং-পয়সা গ্রাম, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ এবং পলাতক আসামি মোঃ হানিফ মোড়ল (৪২), পিতা-মৃত আমির চান মোড়ল, সাং-রুদ্রপুর, থানা-শার্শা, জেলা-যশোর।

পলাতক আসামিকে গ্ৰেফতার করতে অভিযান চলমান আছে।

এসংক্রান্তে উক্ত থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *