দৈনিক তালাশ.কমঃ খবর পেয়ে পটুয়াখালী থানা পুলিশের একটি চৌকস দল কয়েক ঘণ্টার অভিযান চালিয়ে
মোঃ সবুজ রাঢ়ী, পিতা মৃত শাহ আলম রাঢ়ী, সাং- চর মৈশাদী, থানা ও জেলা পটুয়াখালী কে আটক করে। পাশাপাশি পটুয়াখালী থানাধীন কমলাপুর এলাকা থেকে উদ্ধার করা হয় চোরাই গাড়িটি।