দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,বিশেষ প্রতিনিধি: বুধবার (১৮ অক্টোবর) বিকেল তিনটায় কালিহাতী নির্বাহী অফিসারের কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নবাগত সরকারি কমিশনার ভূমি সিফাত বিন সাদেক, প্রকল্প বাস্তবায়ন অফিসার সিহাব উদ্দিন, কৃষি অফিসার ফারহানা মামুনসহ উপজেলা মৎস্য অফিসার, এলজিইডি এর উপজেলা নির্বাহী প্রকৌশলী, উপজেলা সমবায় অফিসার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অর্থাৎ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ এ বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হোসেন ভারাক্লান্ত হৃদয়ে অন্তরের অন্ত:স্থল থেকে আবেগময় বিদায়ের বক্তব্য প্রদান করেন। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন তাঁর বক্তব্যে আবেগ ও ভারাক্রান্ত হৃদয়ে অত্যন্ত মূল্যবান ও কুরআনের আলোকে দীর্ঘ সময় কথা বলেন। একজন অভিভাবকের যে সকল গুণাবলী থাকা দরকার আর সবাই ফুটে উঠেছে নির্বাহী অফিসারের বক্তব্যে। পরিশেষে বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হোসেনের হাতে ক্রেষ্ট তুলে দেন।