দৈনিক তালাশ.কমঃ জামালপুর জেলা প্রতিনিধিঃযুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত রাখতে জামালপুরের সরিষাবাড়িতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে স্বর্গীয় মহেশ চন্দ্র স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে চাপারকোনা দিগন্ত স্পোর্টিং ক্লাব।
টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় আ’লীগের কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য ও আগামী দ্বাদশ নির্বাচনে জামালপুর -৪ সরিষাবাড়ী আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক।
টুর্নামেন্টে ভুয়াপুর উপজেলার সোনামুর একাদশ ও ধনবাড়ি উপজেলার মুশুদি একাদশ অংশ নেয়। ফুটবল টুর্নামেন্ট দেখতে বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ ভীড় করেন।
খেলায় শেষ সময় পর্যন্ত কোনো দল গোল না করায় খেলাটি ড্র হয়। পরে ট্রাইবেকারে সোনামুর একাদশ মুশুদি একাদশকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনাল রাউন্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করে। পরে অতিথিরা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন।
কামরুজ্জামান লিটন
জামালপুর জেলা প্রতিনিধি।