দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলাধীন বাংড়া ইউনিয়নের পুগলী গ্রামে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজ উদ্দিনের পুকুরে মৎস শিকার প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হারুন, রানার আপ জুয়েল পীরসাব। সোমবার (১৬ অক্টোবর) পুগলী গ্রামে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজ উদ্দিনের পুকুরে সকাল ৬টা হতে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে ১৬ জন মৎস শিকারী মৎস শিকার করেন। সর্বোচ্চ মৎস শিকার করেন মো. হারুন শ্রেষ্ঠ ও সৈয়দ জুয়েল পীরসাব রানার আপ হন। প্রতিযোগিগণ হল সৈয়দ শহিদুল ইসলাম, সৈয়দ সজল, সৈয়দ ছিহাদ, সৈয়দ জুয়েল পীরসাব, মো. হারুন, মো. মনা, আরো অনেকে।উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর বাংড়া গ্রামের সফল মৎস চাষী সৈয়দ আফজাল হোসেন অত্র এলাকায় সর্বপ্রথম মৎস শিকার প্রতিযোগিতার সূচনা করেন। তারই ধারাবাহিকতায় ১৭ই সেপ্টেম্বর২৩ একই গ্রামের সৈয়দ সাইফুল ইসলাম মৎস শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত, তারপর সপ্তাহ খানেক পর পাশ্ববর্তী গ্রাম সহদেবপুরে মো. বাছেদ মেম্বারের পুকুরে মৎস শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত।
চলছে মৎস শিকার প্রতিযোগিতা একের পর গ্রাম থেকে গ্রামে। যেমন অংশগ্রহণকারী মৎস শিকারী আনন্দ উদ্দিপনায় মৎস শিকার করছে তার চেয়ে অনেক আনন্দ উপভোগ করছেন দর্শকগণ।