দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসিন হাবিব বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশ, পরবর্তী মূল্যায়ন ও কর্মীসভা অনুষ্ঠিত । রবিবার (১৫ অক্টোবর) বিকেল তিনটায় পৌরসভা প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এই কর্মীসভায় সভাপতিত্ব করেন ভূয়াপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
সঞ্চালনায় শাহিনুর ইসলাম তরফদার বাদল। আরো উপস্থিত ছিলেন ভূয়াপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সকালেই একমত উপনীত হন যে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদকে নৌকার কান্ডারী হিসেবে টাঙ্গাইল -২ (গোপালপুর-ভূয়াপুর) আসনে দেখতে চান।