নওগাঁর সরস্বতীপুর হাইস্কূল মাঠে বিভিন্ন ভাতা ভোগীদের সঙ্গে মতবিনিময় সভা

দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতাভোগী ও তাদের পরিবারের সদস্যরা ভোট দিলে আওয়ামীলীগ সরকার আবারও ক্ষমতায় আসবে। শুক্রবার বিকেলে তিনি তার নির্বাচনী এলাকা মহাদেবপুর উপজেলার স্বরসতীপুর হাইস্কুল মাঠে ভীমপুর ইউনিয়নের বিভিন্ন ভাতাভোগীদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাতীয় সংসদ-৪৮, নওগাঁ-৩ ”মহাদেবপুর-বদলগাছী” আসনের এমপি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম।

ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র সমাবেশে সভাপতিত্বে সাংসদ সেলিম উদ্দিন তরফদার সেলিম বলেন, এই ইউনিয়নে ছয় হাজার ভাতাভোগী রয়েছেন। এরা যদি ক্ষেপেন তাহলে আর কাউকে লাগবেনা। গড়ে তাদের প্রত্যেকের পরিবারে ছয়জন করে সদস্য রয়েছেন। এরমধ্যে যদি তিনটি করেও ভোট আসে তাহলে ১৮ হাজার ভোট হয়। এই ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার। প্রতিটি ইউনিয়ন থেকে এ রকম অর্ধেকের বেশি ভোট আসলে আওয়ামীলীগকে কেউ ঠেকাতে পারবেনা। তিনি আরও বলেন, একবার বিদ্রোহী প্রাথী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন। এছাড়া বিদ্রোহী প্রার্থী হয়ে একবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে বিদ্রোহী প্রার্থী হয়ে কলস মার্কায় স্বতন্ত্র এমপি নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতিক দেন। এবারও তিনি নির্বাচিত হন। আগামী নির্বাচনেও তিনি নৌকার মনোনয়ন পাবেন। তবে যে কেউ প্রার্থী হোক না কেন তিনি নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদনসহ মহাদেবপুর ও বদলগাছী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *