দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইলের গোপালপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে গেলেন প্রথম স্ত্রী । শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে মৃত ইদ্রিস খানের পুত্র হতভাগা হায়দার আলীর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। গোপালপুরের নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ বিলডগা গ্রামের মৃত ইদ্রিস খানের পুত্র হায়দার আলী খান ।
হায়দার আলী খানের চাচা হাতেম আলী খান জানান, হায়দার আলীর দু’টি স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী হামিদা থাকতো বিলডগা স্বামীর সাথে আর দ্বিতীয় স্ত্রী কল্পনা থাকতো পিত্রালয় বড়শিলা। দু’জনকেই সমানভাবে ভরণপোষণ করতেন। উভয় ঘরেই একটি করে পুত্র সন্তান রয়েছে।
ঘটনার দিন শুক্রবার বিকেলে পিংনা হাট থেকে একটি গরু কিনে বাড়িতে আসলে প্রথম স্ত্রী হামিদার সাথে বাকবিতন্ডা হয় বলে জানায় হায়দার ও তার পুত্র হাফিজুর (৮)। হাফিজুর সকালে ঘুম ভাঙলে
লুঙ্গিতে রক্ত ও মাটিতে নতুন ব্লেড পরে থাকাতে দেখে ও যন্ত্রণায় ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা হায়দারকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সারারাত রক্তক্ষরণ হওয়াতে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মন।