দৈনিক তালাশ.কমঃনওগাঁ প্রতিনিধি:নওগাঁর রাণীনগর পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রেল গেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে সোহাগ মন্ডল (৩৫) ও একই উপজেলার খলিশাকুড়ি গ্রামের শহিদুলের ছেলে আলমগীর হোসেন (৩০) কে আটক করা হয় আটককালে তাদের নিকট থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে রাতেই মাদক মামলা দায়ের করা হয়।অপর দিকে মাদক মামলার পলাতক আসামী মাসুম (৩৫) কে মঙ্গলবার সকালে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুম উপজেলার বিজয়কান্দি গ্রামের মহসিন আলীর ছেলে। তাদেরকে মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ।