দৈনিক তালাশ.কমঃঅদ্য ০৯ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন আড়পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২৫০০০০০০/- (দুই কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যের ০১ কেজি ৪৫০ গ্রাম (এক কেজি চারশত পঞ্চাশ গ্রাম) হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সোহরাব মন্ডল (২৪), পিতা-মৃত রুস্তম মন্ডল, সাং-অনন্তপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ বলে জানা যায়। এসময় তার নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ এবং ০১টি মোবাইল ফোন ও নগদ- ৪,০০০/- (চার হাজার) টাকা উদ্ধার করা হয়।