দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক এ্যাড.সাখাওয়াত হোসেন খান বলেছেন, আজকের বিক্ষোভের একটাই কারণ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেয়ার জন্য। তাদের অবশ্যই নিঃশর্ত মুক্তি দিতে হবে। খালেদা জিয়ার চিকিৎসা বোর্ড বলেছে তার আর কোন চিকিৎসা বাংলাদেশে হবে না। তাকে যদি বাঁচিয়ে রাখতে চায় তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে হবে।
সোমবার (৯ই অক্টোবর) বিকেল ৩টায় নগরীর হোসিয়ারি সমতির সামনের সড়কে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্দ্যেগে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ্যাড. সাখাওয়াত আরও বলেন, খালেদা জিয়া বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী। ৯০সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন নেত্রী উপাধী পেয়েছেন। আপসহীন নেতৃত্ব দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, উনি প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছেন। আজকে তার অপরাধ হলো তিনি জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয়। কুয়েত সরকার জিয়া অরফানেজ ট্রাস্টে ২ কোটি টাকা দিয়েছিলো, সেই টাকা বর্তমানেও সেখানে আছে। কোন খরচ করা হয়নাই। বরং সেই টাকা এখন ৮ কোটি টাকা হয়েছে। আদালতের মাথায় বন্দুক রেখে এই সাজা দিয়েছে খালেদা জিয়াকে। সেই সাজা এই দেশের মানুষ মানে না, অবিলম্বে এই দেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। আমাদের নেত্রীকে দেশের বাহিরে চিকিৎসার জন্য না নিলে, আমরা ১ দফার দাবি আদায়ের আন্দোলনে এই সরকারের পতন নিশ্চিত করবো। কয়েকদিন আগে বিশ্বের নিকৃষ্ট শাসকদের পর্যালোচনা করা হয়েছে, রেংকিং করেছে। সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী ফাস্ট হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. জাকির হোসেন, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ার প্রধান, আহবায়ক কমিটির সদস্য এ্যাড,রফিক উদ্দিন, ডাঃ মজিবুর রহমান, হাবিবুর রহমান দুলাল, মাকিদ মোস্তাকিম শিপলু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ্ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মোঃ দুলাল হোসেন, মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না সহ প্রমূখ।