ডিবি যশোরের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র গুলি ও হ্যান্ডকাপ সহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃগ্রেফতার অভিযানঃশনিবার (০৭ অক্টোবর ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই রইচ আহমেদ, এএসআই ইমদাদুল হক দ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ০৯:৪০ ঘটিকায় যশোর জেলার শার্শা থানাধীন জামতলা টু বালুন্ডাগামী পাকা রাস্তায় টেংরা সাকিনস্থ মাকলার বিল চৌরাস্তার মোড় জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর হতে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী (১) মোঃ মনিরুল ইসলাম (৩৬), পিতা- আফতাব সরদার, সাং- রসুলপুর, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাকে ০১ টা বিদেশি সচল পিস্তল, ০৩ রাউন্ড গুলি ও এক জোড়া হ্যান্ডকাপ উদ্ধারসহ গ্রেফতার করেন।

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *