দৈনিক তালাশ.কমঃজেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় গত ০৪ জুলাই’২৩ রাত অনুমান ০৯:০০ ঘটিকার সময় বাঘারপাড়া থানাধীন বাবলাতলা এলাকায় জনৈক বাহারুল শিকদার, পিতা- মোঃ মোগবুল শিকদার, সাং- দোহাকুলা দক্ষিন, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর ( ইজিবাইক চালক) কে অজ্ঞাতনামা ৪/৫ জন দুস্কৃতকারী পানিয়ের সাথে চেতনা নাশক দ্রব্য খাইয়ে অচেতন করে ইজিবাইক চুরির ঘটনায় বাহারুল বাদী হয়ে বাঘারপাড়া থানায় এজাহার দায়ের করলে বাঘারপাড়া থানার মামলা নং-০৪, তাং- ০৪/১০/২০২৩ খ্রিঃ,ধারা-৩২৮/৩৭৯পেনাল কোড রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফি আহম্মেদ রিয়েলসহ ডিবি’র একটি চৌকশ টিম অদ্য ০৫/১০/২০২৩ তারিখ রাতে যশোর নরেন্দ্রপুর, খুলনার খালিশপুর ও অভয়নগরের সিদ্ধিরপাশা এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করে বর্নিত ঘটনার চোরাই ইজিবাইকসহ আরো ২টি চোরাই ইজিবাইক উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামীগণ পেশাদার অজ্ঞানপার্টির চোর চক্রের সক্রিয় সদস্য। তারা জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ইজিবাইক ড্রাইভারকে চালক সেজে ভাড়া করে পথিমধ্যে পানীয়ের সাথে চেতনা নাশক ঔষধের গুড়া মিশিয়ে পান করিয়ে অচেতন করে চালককে ফেলে ইজিবাইক চুরি করে থাকে।
আসামীর তথ্যঃ
১। মোঃ রায়হান হোসেন বাবু(৩০), পিতা-মোঃ মোকলেসুর রহমান, মাতা-মোছাঃ রেহেনা বেগম, ২। মোঃ সাগর হোসেন(২৬), পিতা-মোঃ হারুনার রশীদ, মাতা-মোছাঃ নাজমা বেগম, উভয় সাং-নরেদ্রপুর (রুপদিয়া), থানা-কোতয়ালী, উভয় জেলা-যশোর, ৩। মোঃ লিটন শিকদার(৩৮), পিতা-মৃত মাহতাব শিকদার, মাতা-আলেয়া বেগম, সাং-বারাকপুর বাজার, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, এ/পি-২৫০ শয্যা হাসপাতালের সামনে, থানা-সোনাডাঙ্গা, জেলা-কে এম পি খুলনা, ৪। মোঃ সুমন সরদার(২৫), পিতা-রুস্তম সরদার, মাতা-আছমা বেগম, সাং-সিদ্ধিপাশা সর্দারপাড়া, থানা-অভয়নগর, জেলা-যশোর।