দৈনিক তালাশ.কমঃ শেরপুর প্রতিনিধি:শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে সাদা মিয়া (৪০)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ৪ অক্টোবর বুধবার সকাল ৯ টার দিকে শেরপুর সদর উপজেলার কামারের ইউনিয়নের পয়াস্তির চর গ্রামে ওই ঘটনাটি ঘটে।
নিহত সাদা মিয়া কামারের চর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বাহাদুর আলীর ছেলে এবং ২ কন্যা ও ২ ছেলের জনক।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকালে সাদা মিয়া তার বাডীর পাশে ধান ক্ষেতে প্রতি দিনের ন্যায় সেচ পানি দিতে যায়। এসময় মোটর চালিত বৈদ্যুতিক পাম্প চালু করতে সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সাদা মিয়ার মৃত্যু হয় ৷
ইউপি সদস্য হারুন অর রশীদ, এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। জমি চাষ ছাড়াও সে তার মটর সাইকেল চালিয়ে সংসারের যাবতীয় খরচ বহন করতো। তার রেখে যাওয়া স্ত্রী ও ৪ ছেলে মেয়েদের এখন সংসারের ব্যায়বার বহন করা কষ্টকর হবে।