দৈনিক তালাশ.কমঃ অদ্য ইং ০৪/১০/২০২৩ তারিখ পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে পাংশা উপজেলা পরিষদ হল রুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে পাংশা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মাদ জাফর সাদিক চৌধুরী এঁর সভাপতিত্ত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতিমূলক সভায় অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা মডেল থানা, রাজবাড়ী মহোদয় দুর্গাপূজা মন্দিরের নিরাপত্তা, এলাকার আইন শৃঙ্খলা ও পুজোকালীন সময়ে করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদুর রহমান রুবেল, সহকারী কমিশনার (ভূমি), পাংশা, রাজবাড়ী, জনাব মোঃ ফরিদ হাসান (ওদুদ), চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পাংশা, রাজবাড়ী, জনাব মোঃ ওয়াজেদ আলী, মেয়র, পাংশা পৌরসভা, পাংশা, রাজবাড়ী, জনাব খন্দকার সাইফুল ইসলাম, চেয়ারম্যান ৫নং মাছপাড়া ইউপি ও সভাপতি, পাংশা উপজেলা আওয়ামীলীগ, জনাব মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পাংশা, রাজবাড়ী, জনাব মোছাঃ রোকেয়া বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পাংশা, রাজবাড়ী, পাংশা থানা এলাকার প্রতিটি পূজা মন্দিরের সভাপতি, সেক্রেটারী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ।