নওগাঁ সাংবাদিকদ ইউনিয়ন ফুটবল ম্যাচে ১-০ গোল জয় লাভ করেন টেলিভিশন প্রিন্ট অনলাইন অ্যাসোসিয়েশ

দৈনিক তালাশ.কমঃ নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় সাংবাদিক দের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখা ও টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শহরের নওজোয়ান মাঠে এই ফুটবল ম্যাচের উদ্বোধন করেন নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, এফবিসিসিআই পরিচালক, ক্রীড়া সংগঠক ইকবাল শাহরিয়ার রাসেল।

নওজোয়ান মাঠে বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা শত শত দর্শক উপভোগ করে খেলাটি। ৪০ মিনিটের এ প্রীতি ম্যাচটির শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো টান টান উত্তেজনা। খেলায় ১-০ গোলে জয় লাভ করে টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখা। খেলা পরিচালনা করেন রেফারি বেলাল এবং খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন রনি।খেলা শেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল রানা।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *