দৈনিক তালাশ.কমঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষ্যে ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব নুরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে ঢাকা রেঞ্জ অফিস হতে অনুষ্ঠিত পূজা মন্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রাসঙ্গিক বিষয় সংক্রান্ত মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসলাম খান মহোদয় ও মুন্সীগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যগণ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব ইয়াসিনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব থান্দার খাইরুল হাসান পিপিএম, মুন্সীগঞ্জ জেলার সকল অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।