দৈনিক তালাশ.কমঃঅদ্য মঙ্গলবার(৩ অক্টোবর,২০২৩ খ্রিঃ) জুম কনফারেন্সিং এর মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষ্যে ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জুম অ্যাপস এর মাধ্যমে নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জগণসহ নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নরসিংদী জেলার সকল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।