পটুয়াখালীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন আটক

দৈনিক তালাশ.কমঃ পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের দিক নির্দেশনায় জনাব তারেক মোহাম্মদ আবদুল হান্নান, অফিসার ইনচার্জ, দুমকি থানা, পটুয়াখালী এর নেতৃত্বে ০১-১০-২০২৩ তারিখ এসআই/মোঃ আলাউদ্দিন হাওলাদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ দুমকি থানাধীন লেবুখালী টোল প্লাজা সংলগ্ন উত্তর পাশে পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালীন বরিশাল হতে পটুয়াখালীগামী একটি পুরাতন সাদা মাইক্রোবাসের মধ্যে অভিযুক্ত ডাকাতগন মাইক্রোবাসটি চালাইয়া পুলিশ চেক পোস্টে হইতে অনুমান ২৫ গজ উত্তর পাশে পাকা রাস্তার উপর মাইক্রোবাসটি থামাইয়া অবস্থান করিতে থাকে। তখন চেক পোস্ট ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই/মোঃ আলাউদ্দিন সরদার মাইক্রোবাসটিকে অস্বাভাবিক মনে হলে একই তারিখ সংগীয় অফিসার ফোর্সসহ মাইক্রোবাসটির কাছে পৌঁছামাত্র অভিযুক্ত ডাকাতগন মাইক্রোবাস থেকে নামিয়া পুলিশকে ধাক্কা মারিয়া পালানোর চেষ্টাকালে এসআই/মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ আসামী ১। মোঃ খলিলুর রহমান(৪৫), ২। মোঃ রিপন হাওলাদার(৩৩) ও ৩। মোঃ রুবেল বিশ^াস(৩০)গনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তখন গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী পলাতাক আসামী দ্বিন ইসলাম ও ফরহাদদের নাম প্রকাশ করে। গ্রেফতারকৃত আসামীদের তল্লাশীকালে (১) একটি বøু রংয়ের হাতল ওয়ালা ব্যাগ, (২) একটি কালো রংয়ের সচল ছোট বেতার যন্ত্র (ওয়াকিটকি) যাহার গায়ে ধঅঙঋঊঘএ লেখা, (৩) একটি লোহার টিপ চাকু, (৪) একটি বেতের লাঠি, (৫) বিভিন্ন প্রকৃতির নোটের সর্বমোট ৪,৬১, ৪১০ (চার লক্ষ একষট্টি হাজার চারশত দশ টাকা মাত্র), (৬) ৩নং আসামী রুবেল এর ব্যবহৃত একটি কালো রংয়ের পুরাতন ব্যবহারি ঘঙকওঅ কোম্পানীর মোবাইল সেট, (৭) আসামী কাউছার এর ব্যবহৃত একটি কালো রংয়ের পুরাতন ব্যবহারি গঅঢওগটগ কোম্পানীর মোবাইল সেট, (৮) ১নং আসামী খলিলুর রহমান এর ব্যবহৃত একটি নীল রংয়ের পুরাতন ব্যবহারি ৎবধষসব কোম্পানীর ঈ১৫ মডেলের এ্যান্ড্রয়েট মোবাইল সেট, (৯) আসামী রিপন এর ব্যবহৃত একটি কালো রংয়ের পুরাতন ব্যবহারি ড়ঢ়ঢ়ড় কোম্পানীর ঈচঐ২৩৮৫ মডেলের এ্যান্ড্রয়েট মোবাইল সেট, (১০) আসামীদের ব্যবহৃত একটি পুরাতন সাদা মাইক্রোবাস, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-চ ১৩৯০৬৬, যাহার ইঞ্জিন নং-৭ক-০৭৬৭৭২২ চেসিস নং-কজ৪২৫০৪৪৫৮০, ও (১১) আলাদা সাদা কাগজে লেখা লেমেনেটিং করা কসটেপ লাগানো ২টি নম্বর প্লেট, যাহার নাম্বার ঢাকা মেট্রো-চ-১০-১৪৫৫ লেখা ও একটি রিং সহ মাইক্রো বাসের চাবি উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, পটুয়াখালী সদর থানা এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিয়া রওয়ানা দেওয়ার পূর্বে একই তারিখ দিবা গত রাতে বরিশাল জেলাধীন বাকেরগঞ্জ থানা এলাকায় আরো একটি ডাকাতি করিয়া ডাকাতির টাকা তাদের দখলে রাখিয়াছে। গ্রেফতারকৃত ডাকাতদের দেওয়া তথ্যমতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ধৃত আসামীদের পলাতক সহযোগী ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনাকালে ০১-১০-২০২৩ তারিখ রাত্র ০১.৫০ ঘটিকায় (অর্থ্যাৎ ০২-১০-২০২৩) ঘটনাস্থল হইতে কিছু দূরে উত্তর পাশে পায়রা নদীর দক্ষিন পাড় থেকে পুলিশ স্থানীয় জনতার সহায়তায় আসামী মোঃ কাওসার সিকদার(৩০)কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ডাকাত দল নিজেদের গায়ের কটির উপর ডিবি পুলিশের স্টিকার লাগাইয়া এবং ওয়াকিটকি (বেতারযন্ত্র) সাথে রাখিয়া উহা প্রদর্শন করিয়া ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন স্থানে যাইয়া মানুষকে ভয় দেখাইয়া জোরপূর্বক টাকা পয়সা ডাকাতি করিয়া নেওয়া তাদের নেশা ও পেশা। পটুয়াখালী সদর থানাধীন কালিকাপুর এলাকায় ডাকাতি করিবে বলিয়া ডাকাতির প্রস্তুতি নিয়া সকলে একত্রে সমবেত হইয়া পরস্পর যোগসাজসে মাইক্রোবাস যোগে রওয়ানা দেয় বলিয়া জানা যায়।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ খলিলুর রহমানের বিরুদ্ধে
১। নারায়ণগঞ্জ এর সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৩৫, তারিখ-২৪/০১/২০২৩; জি আর নং-৩৫/২০২৩; ধারা-১৭১/৩৯৯/৪০২ পেনাল কোড।
২। ডিএমপি এর খিলক্ষেত থানার মামলা নং-১০, তারিখ- ১১/০৭/২০২৩; জি আর নং-১৪২/২০২৩; ধারা-৩৯৯/৪০২/১০৯ পেনাল কোড।
৩। ডিএমপি এর শ্যামপুর থানার মামলা নং-২১/৮৯, তারিখ-২৫/০৩/২০২২; জি আর নং-৮৯/২০২২, ধারা- ৩৯২ পেনাল কোড।
৪। পটুয়াখালী জেলার গলাচিপা থানার মামলা নং-১২/৯২, তারিখ-১৪/০৫/২০০৮, ধারা-৩৯৩ পেনাল কোড।
৫। দশমিনা থানার মামলা নং-০৯/১৬৬, তারিখ-২৯/১২/২০০৫ খ্রিঃ, ধারা-২৫ অ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন।
৬। দশমিনা থানার মামলা নং-১/৯৭, তারিখ-০৭/১২/২০২১ খ্রিঃ, ধারা-৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১০৯ পেনাল কোড।
৭। দশমিনা থানার মামলা নং-৭,তারিখ-২৬/০৬/২০২৩ খ্রিঃ,ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/ ৩০৭/৩৫৪/১০৯ পেনাল কোড

এবং গ্রেফতারকৃত ৩নং আসামী মোঃ রুবেল বিশ^াসের বিরুদ্ধে ১। বরগুনা সদর থানার মামলা নং-৩৪,তারিখ-১৫/১২/২০১৫; জি আর নং-৫৮২, ধারা- ৩৭৯ পেনাল কোড অভিযোগ পত্রে অভিযুক্ত (তদন্তে প্রাপ্ত) বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *