জেলা গোয়েন্দা শাখার যশোরের অভিযানে ১টি কথিত ম্যাগনেট পিলার সহ গ্রেফতার-২

দৈনিক তালাশ.কমঃ গ্রেফতার অভিযানঃশনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) কাজী আব্দুল মান্নান, এএসআই (নিঃ) গৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বাঘারপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ২২:৫৫ ঘটিকার সময় যশোর বাঘারপাড়া থানাধীন আলাদীপুর সাকিনস্থ পলাতক আসামী মোঃ মিজানুর রহমানের বাড়ী হইতে (১) তোজাফ্ফার বিশ্বাস মিনটু (৫২), পিতামৃত- বদর উদ্দিন বিশ্বাস, সাং-বাউলিয়া, (২) মোঃ রবিউল ইসলাম(৫৭), পিতামৃত- দাঊদ বিশ্বাস, সাং-বাররা, উভয়থানা- বাঘারপাড়া, জেলা- যশোরদ্বয়কে ০১টি কথিত ম্যাগনেট পিলার সহ গ্রেফতার করেন।

এ সংক্রান্তে এসআই (নিঃ) কাজী আব্দুল মান্নান বাদী হয়ে বাঘারপাড়া থানায় এজাহার দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *