দৈনিক তালাশ.কমঃ রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রেস ক্লাব মিলনায়তনে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘‘চ্যানেল আই” এর ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়।
সভায় পুলিশ সুপার মহোদয় ‘‘চ্যানেল আই’’ এর ২৪ বছর পূর্তি ও ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে ‘‘চ্যানেল আই’’ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’। প্রতিষ্ঠার পর থেকে চ্যানেল আই বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে আসছে। দেশের কৃষি উন্নয়ন, পরিবেশ ও প্রকৃতির সংরক্ষণ এবং গ্রামীণ সংস্কৃতির প্রসারে চ্যানেল আই এর প্রচেষ্টা প্রশংসনীয়।
তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের পাশাপাশি বাঙালির হাজার বছরের বর্ণাঢ্য ইতিহাস ও ঐতিহ্য লালন এবং তা বিশ্বদরবারে তুলে ধরতে চ্যানেল আই এর প্রচেষ্ঠা অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি। এসময় পুলিশ সুপার মহোদয় ‘‘চ্যানেল আই’’ এর উত্তরোত্তর সফলতা কামনা করেন।
আলোচনা সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি জনাব মনসুর আহম্মেদ সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।