আনোয়ার বাটপারের উৎপাত চড়ম আকারে ধারন করেছে

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১ নংওয়ার্ডে আনোয়ার হোসেন, পিতা -সামেদ আলী নামে এক বাটপারের উৎপাত বেপক আকার ধারন করেছে,এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছে জানা যায় আনোয়ার হোসেন,সহ আরো ৫ থেকে ১০ জনের একটি দলবল চক্র রয়েছে সারাক্ষণ মানুষের অর্থ আত্মসাৎ করার কাজে ব্যস্ত সময় পার করে।ইতিমধ্যে ১নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মেম্বার খোরশেদ আলম ফরাজীর কাছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারাজী জানান, আনোয়ার গং সারাদিন বাটপারি করা তার নেশা তার বিরুদ্ধে আমার কাছে কয়েকটি অভিযোগ এসেছে,কিন্তু আমি এলাকার সুনাম রক্ষার্থে তার বিরুদ্ধে অভিযোগ কারিদের বুঝিয়ে সমাধান করার চেষ্টা করে থানায় অভিযোগ করতে নিষেধ করি। ইতিমধ্যে আমি তাকে বিভিন্ন সময় সমাজের মুরুব্বিগনের সামনে সাবধান করা ও বাটপারি করে মানুষ কে বিপদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া থেকে বিরত থাকতে বলি,এবং ভবিষ্যতে তাকে ছার না দেওয়ার হুশিয়ারী করে দেই। পূর্বে সে আমার সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে ইউনিয়ন পরিষদ মেম্বার নির্বাচন করেও হেরে যায়।সব কিছুর ধারাবাহিকতায় আনোয়ার সমাজে আমাকে মানহানি করার উদ্দেশ্যে ভিত্তিহীন অসত্য সংবাদ প্রকাশ করে, খোরশেদ ফরাজি চেলেন্জ দিয়ে বলেন তার উপর মিথ্যা অভিযোগ দেওয়া যেমন- ওয়ারিশ সার্টিফিকেট, জন্মনিবন্ধন,চারিত্রিক সনদ ও প্রত্যায়ন সনদ এবং বিচার সালিশে টাকা পয়সা নিয়ে থাকি এমন তথ্য যদি প্রমানিত হয় বা কেউ করতে পারে তবে মুসলেকা দিয়ে সোনারগাঁও থেকে বিতাড়িত হয়ে যাবো। তিনি আরো বলেন আমার সাথে সাথে আমার মৃত বাবা কে নিয়ে কটুক্তিপূর্ন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আনোয়ার নিজ আইডিতে প্রকাশ করেন, আমার বাবা কর্ম করে জীবিকা নির্বাহ করতেন, অথচ তার পেশাকে ছোট করে মাইচ্ছার ছেলে বলে গালি দিয়ে ফেসবুকে প্রকাশ করেছে, আমি তার তীব্র নিন্দা প্রকাশ করি।আমি একজন মেম্বার হয়ে সত্য প্রকাশ করছি তবে প্রতিহিংসায় নয়, এলাকার মিনিমাম একশত লোক সাক্ষী দিবে আনোয়ারের ভাই একজন মাদক ব্যবসায়ী এবং আনোয়ার হোসেন সারাদিন বিচার সালিসি করার কথা বলে সাধারণ সহজ সরল মানুষের কাজ থেকে অর্থ হাতিয়ে নেয়,জন্মনিবন্ধন, বিদেশে লোক পাঠানো, কাউকে চাকরি দেওয়ার কথা বলে। সোনারগাঁও থানার আশপাশে সারাক্ষণ দালালী করেএবং মতের অমিল হলে থানার কর্মকর্তা মুন্সি শেখ ফরিদের নামে ঘুসের অভিযোগ দেওয়া বাদ দেয়নি এই আনোয়ার।এখন এলাকায় মানুষের কাছে একটি নাম অর্জন করেছে, বাটপার খ্যাত সুপরিচিত হয়েগেছে আনোয়ার।,তবে মেম্বার খোরশেদ ফরাজি সহ সাধারণত মানুষ জানতে চায় এই ধরনের আনোয়ার হোসেন দের শেষ কোথায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *