দৈনিক তালাশ.কমঃজামালপুর জেলা প্রতিনিধিঃ জামাল পুরের সরিষাবাড়ীতে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি আনিছুর রহমান এলিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার এলিন ট্রেড সেন্টার প্রাঙ্গনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলার কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জিএস সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশি আনিছুর রহমান এলিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিকের মনোনয়ন দিলে সরিষাবাড়ীর সকল শ্রেনী-পেশার মানুষের জীবন-জীবিকার মান উন্নয়নে কাজ করে যাবো।
সভায় অন্যদের মধ্যে উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন বক্তব্য রাখেন।
কামরুজ্জামান লিটন
জামালপুর জেলা প্রতিনিধি