দৈনিক তালাশ.কমঃ জামালপুর জেলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করে স্থানীয় আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও তাকওয়া পরিবহনের চেয়ারম্যান মইনুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা।
এতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সদস্য শওকত তালুকদার, জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার সভাপতি ও যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ডোয়াইল ইউনিয়ন যুব লীগের সভাপতি কামাল হোসেন সহ আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ুসহ দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
জামালপুর জেলা প্রতিনিধিঃকামরুজ্জামান লিটন