দৈনিক তালাশ.কমঃ গত ২২ সেপ্টেম্বর খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন বরাতিয়া গ্রামে পাশাপাশি ০২টি পরিবারের ঘরে ডাকাতি সংঘটিত হয়,ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য ডুমুরিয়া থানার ০৪টি চৌকস টিমের তৎপরতায় খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাত দলের ০৭জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের নিকট হতে ডাকাতি কাজে ব্যবহৃত ০৩টি মাস্ক, ০৩টি কাটার, ০১টি লোহার শাবল, ০২টি লোহার রড, ০৩টি রেঞ্জ, ০৫টি মোবাইল এবং ডাকাতির সময় লুন্ঠিত স্বর্ণ বিক্রয়ের টাকাসহ লুন্ঠিত মোবইল ও স্বর্ণলঙ্কার উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ডুমুরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।